ফুলবাড়ীতে পৌর মেয়রের নেতৃত্বে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

ফুলবাড়ীতে পৌর মেয়রের নেতৃত্বে পথচারীদের মাঝে মাস্ক বিতরণ

কোভিড-১৯ করোনা ভাইরাসের সংক্রমণরাধে দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার উদ্যোগে তিন হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১১ টায় ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটনের নেতৃত্বে স্থানীয় নিমতলা মোড় এলাকায় রিকশা-ভ্যান শ্রমিক, দোকান কর্মচারী, পথচারীসহ বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের মাঝে মাস্ক বিতরণী কার্যক্রমের উদ্বোধন করা হয়। এরপর মেয়রের নেতৃত্বে পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলররা পৌরশহরের গুরুত্বপূর্ণ এলাকায় ঘুরে ঘুরে মাস্ক বিতরণ করার পাশাপাশি স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনামূলক প্রচারাভিযান চালান। 
ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন ছাড়াও মাস্ক বিতরণী অনুষ্ঠানে প্যানেল মেয়র মো. মামুনুর রশিদ চৌধুরী, পৌরসভার সহকারি প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন, প্রশাসনিক কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনসহ নয় ওয়ার্ডের কাউন্সিলর, সংরক্ষিত নারী কাউন্সিলরসহ পৌরসভা কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। 
ফুলবাড়ী পৌরসভার মেয়র মো. মাহমুদ আলম লিটন বলেন, বর্তমানে করোনা সংক্রমণ ও মৃত্যুর হার ভয়াবহ আকারে বেড়ে চলেছে। এ মতাবস্থা অনেকেরই পক্ষে মাস্ক কেনা সম্ভব হচ্ছে না। হলেও একই মাস্ক দীর্ঘদিন ব্যবহার করছেন, যা কোনভাবেই স্বাস্থ্যসম্মত হচ্ছে না। এ অবস্থায় পৌরসভার পক্ষ থেকে মানুষকে সুরক্ষা দিতেই প্রথম পর্যায়ে তিন হাজার মাস্ক বিতরণ করা হয়েছে। মাস্ক বিতরণের পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলতে এবং জরুরি প্রয়োজন ছাড়া কেউ যেন বাড়ীর বাইরে বের না হন এবং প্রয়োজনে বের হলেও যেন মাস্ক পরে বের হন এ বিষয়ে পৌর পরিষদের পক্ষ থেকে জনগণকে সচেতনামূলক পরার্মশও দেওয়া হয়েছে। তবে মাস্ক বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।

আরও পড়ুন

×