প্রকাশিত: 09/07/2021
বাংলাদেশ- ভারতের সাংবাদিকদের নিয়ে গঠিত আন্তর্জাতিক সংগঠন "দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম" এর কক্সবাজার জেলা শাখা অনুমোদন হয়েছে। ৭ জুলাই সংগঠনটির চেয়ারম্যান দেবাশীষ কোলে (ভারত) ও মহাসচিব আব্দুর রহমান (বাংলাদেশ) স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ঈদগাঁও নিউজ ডটকমের প্রকাশক ও চেয়ারম্যান, সিনিয়র সাংবাদিক মোঃ রেজাউল করিমকে সভাপতি, জি- কক্স টিভির প্রকাশক মোঃ উসমান গণি (ইলি) কে সাধারণ সম্পাদক করে ৩৪ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেয়া হয়।
মাহমুদুল করিম, সিঃ সহ সভাপতি (প্রধান সম্পাদক, ঈদগাঁও টিভ), মোঃ মিছবাহ উদ্দিন, সহ সভাপতি (কোহেলিয়া টিভি), এম, শফিউল আলম আজাদ, সহ সভাপতি (দৈনিক ৭১ বাংলা), মাষ্টার মোঃ এন আলম আজাদ, সহ সভাপতি (সিবিবিএন), মোঃ সাইদুজ্জামান সাঈদ, যুগ্ন সাধারণ সম্পাদক (কক্সটিভি), মাহবুব আলম মিনার, সহ সাধারণ সম্পাদক (কক্স ৭১ টিভি), সোহেল আরমান, সহ সাধারণ সম্পাদক (নিউজ ভিশন), আমান উল্লাহ আনোয়ার, সহ সাধারন সংম্পাদক (নিউজ ভিশন), মোঃ আলমগীর (একাত্তরের কক্সবাজার) ও সায়মন সরওয়ার কায়েম, সাংগঠনিক সম্পাদক ( কক্সটইম নিউজ) মোঃ আব্দুল কাদের, সহ সাংগঠনিক সম্পাদক (সাগরিকা নিউজ ডটকম), মোঃ আবু বকর সিদ্দিক, সহ প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দৈনিক কক্সবাজারবাণী), আলা উদ্দীন, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক (বঙ্গ টিভি), বজলুল রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক (ইন্সু্রেন্স নিউজ ডটকম), আব্দুর রহমান হাসেমী, সহ ধর্ম বিষয়ক সম্পাদক (টেকনাফ টুডে), মোঃ রফিক উদ্দিন লিটন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক (দেশের নিউজ), মোঃ জসিম উদ্দিন, অর্থ বিষয়ক সম্পাদক (কক্সবাজার বাংলা নিউজ), মতিউল ইসলাম মতি, সহ অর্থ বিষয়ক সম্পাদক (জি- কক্স টিভি), ইয়াসিন আরফাত, প্রচার ও প্রকাশনা সম্পাদক (নিউজ ভিশন), মোঃ কায়েদ আলম কায়সার, সহ প্রচার ও প্রকাশনা সম্পাদক (সৃষ্টি টেলিভিশন), আজিম উদ্দিন, দপ্তর সম্পাদক (বিবিসি নিউজ ২৪), জিয়াউল হক জিয়া-১, আইন বিষয়ক সম্পাদক (সিজি টিভি), জিয়াউল হক জিয়া-২, সহ আইন বিষয়ক সম্পাদক (দৈনিক রূপালী সৈকত অনলাইন), কাওছার উদ্দিন শরীফ, সহ দপ্তর সম্পাদক (জনতারবাণী অনলাইন), জুবাইরুল ইসলাম জুয়েল, প্রযুক্তি বিষয়ক সম্পাদক (কোয়ালিটি টিভি), নুরুল আজিম মিন্টু, ক্রিড়া বিষয়ক সম্পাদক (ঈদগাঁও টিভি), আজিজুর রহমান রাজু, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক, মোঃ জহিরুল আলম বাপ্পি, পরিবেশ বিষয়ক সম্পাদক ও এমদাদুল্লাহ, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক (জয় বাংলা টিভি ২৪), আব্দুল গফুর, সদস্য (৭১ টিভি), আবু বকর, সদস্য (জিটিভি), আশরাফুল, সদস্য (জি- কক্স টিভি)। গত দু'বছর পূর্বে জেলায় এ সংগঠনের প্রথম কমিটি গঠন হয়েছিল। নানা কর্মতৎপরতা মাধ্যমে সফলভাবে নির্ধারিত মেয়াদকাল শেষে আবারো দু'বছরের জন্য কেন্দ্রীয় কমিটি এ কমিটি ঘোষণা করেন। সংগঠনের চেয়ারম্যান ও মহাসচিব জানান, দুই বাংলা অনলাইন সাংবাদিক ফোরাম সকল অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের দাবী আদায়ে কাজ করবে।