প্রকাশিত: 10/07/2021
করোনা প্রতিরোধে সরকার ঘোষিত লকডাউন কার্যকরে রাঙ্গুনিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান এবং সহকারী কমিশনার (ভূমি) রাজীব চৌধুরী। অভিযানকালে রোয়াজারহাট এলাকার সাপ্তাহিক বাজারের গরুর হাট বন্ধ করে দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে দোকানপাট খোলা রাখার দায়ে ৪ মামলায় ১৪০০ টাকা জরিমানা আদায় করা হয়। পৃথক অভিযান পরিচালনায় সহযোগিতা করেন র্যাব-৭ ও রাঙ্গুনিয়া থানা পুলিশের সদস্যবৃন্দ৷
এছাড়া লকডাউন কার্যকরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রেখেছেন রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কীর নেতৃত্বে পুলিশের একাধিক টহল দল।