রাঙ্গুনিয়ায় লকডাউনের ১০ম দিনে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট

রাঙ্গুনিয়ায় লকডাউনের ১০ম দিনে বিভিন্ন স্থানে পুলিশের চেকপোস্ট

করোনাভাইরাসের ভয়াবহ সংক্রমণ রোধে চলমান কঠোর লকডাউনের ১০ম দিন শনিবার (১০ জুলাই) রাঙ্গুনিয়ায় অভিযান অব্যাহত রেখেছে পুলিশ। লকডাউন কার্যকরে সড়কে পুলিশের ৬টি তল্লাশী চৌকি (চেকপোস্ট) বসিয়ে এই কার্যক্রম চালানো হচ্ছে। 
 
এদিন কাপ্তাই সড়কের মরিয়মনগর চৌমুহনী এলাকায় অভিযান চালাতে দেখা যায় রাঙ্গুনিয়া থানার ওসি মো. মাহবুব মিল্কীর নেতৃত্বে পুলিশ সদস্যরা। এসময় নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করা যানবাহন ফিরিয়ে দেওয়া হয় এবং সড়কে স্বাস্থ্যবিধি না মেনে ঘুরাফেরা করা সাধারণ মানুষকে সতর্ক করে তাদের মাঝে মাস্ক বিতরণ করা হয়। 
লকডাউন বাস্তবায়নে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
 
অন্যদিকে র‍্যাব-৭ এর সদস্যদের সমন্বয়ে উপজেলা প্রশাসনের দুটি ভ্রাম্যমাণ আদালত টিমও মাঠ পর্যায়ে কাজ করে যাচ্ছে।

আরও পড়ুন

×