রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

রাঙ্গুনিয়ার চন্দ্রঘোনায় দুস্থ পরিবারের মাঝে ছাগল বিতরণ

সামাজিক  সংগঠন দ্যা স্টুডেন্ট সোসাইটি চট্টগ্রাম এর উদ্যোগে রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা-কদমতলী ইউনিয়নের দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ছাগল বিতরণ করা হয়েছে। শনিবার (১০ জুলাই) বিকালে চন্দ্রঘোনা দ্যা রাইজিং সান কেজি এন্ড হাইস্কুলে এই উপলক্ষে আয়োজিত সভার সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মাস্টার সাইফুল ইসলাম পারভেজ। প্রধান অতিথি ছিলেন চন্দ্রঘোনা-কদমতলী ইউপি চেয়ারম্যান ইদ্রিচ আজগর। বিশেষ অতিথি ছিলেন রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ নাসির, সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সভাপতি ফরিদ আহমদ, দ্যা রাইজিং সান কেজি এন্ড হাই স্কুলের চেয়ারম্যান মহিউদ্দিন রোকন, হক্কানী এন্টারপ্রাইজের পরিচালক রহমত উল্লাহ শাহিন প্রমুখ। বক্তব্য দেন  সংগঠনের ওয়াহিদুল ইসলাম ওয়ালিদ, মো. ইউনুস, হাবিব রেজা প্রমুখ। শেষে ইউনিয়নের ৪টি দুস্থ পরিবারের মাঝে আর্থিক স্বচ্ছলতার জন্য একটি করে উন্নত জাতের ছাগল বিতরণ করা হয়।

আরও পড়ুন

×