রামু জোয়ারিয়ানালা ৪ জন গরু চোর আটক , চুরির সরঞ্জামসহ পিকআপ গাড়ী জব্দ।

রামু জোয়ারিয়ানালা ৪ জন গরু চোর আটক , চুরির সরঞ্জামসহ পিকআপ গাড়ী জব্দ।

রামু উপজেলার জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন মুরাপাড়া এলাকার থোকে গরু চুরির সময় ৪ জন চোর কে আটক করেছে এলাকাবাসী । এসময়  পিকআপ গাড়িসহ চুরিতে ব্যবহৃত বিভিন্ন  সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। 

অদ্য ১২ জুলাই  (সোমবার) ভোরে এ ঘটনা ঘটে। আটককৃতরা ৪ জন চকরিয়া উপজেলার স্থানীয়  বাসিন্দা বলে জানা গেছে। আটককৃতরা হলেন  চকরিয়া উপজেলার ফাসিয়াখালী ইউনিয়নের   ০৯ নং ওয়ার্ডের ছাইরাখালী এলাকার মৃত মীর আহমদের পুত্র  আলম, পৌরসভার ১ নং ওয়ার্ডের  তরছঘাট এলাকার সুলতান আহমদের ছেলে  আক্কাস, ৭ নং ওয়ার্ডের বড় ভিওলা সিকদারপাড়া এলাকার বদিউল আলমের পুত্র  আলমগীর,  ভাঙ্গারমুখ ৩নং ওয়ার্ড এলাকার মৃত শহর মুল্লকের পুত্র  দেলোয়ার, আটকের পর এলাকাবাসী  তাদের কে  রামু থানা পুলিশে সোপর্দ করেছে।

 মুরাপাড়া এলাকার স্থানীয় বাসিন্দা  নুরুল ইসলাম ভূট্টো জানান  গভীর রাতে তার বাড়ি থেকে একটি বড় সাইজের গরু চুরি করে  নিয়ে যাচ্ছে  চোরের দল। এসময় তারা আশপাশের আরো কয়েকটি বাড়িতে চুরির চেষ্টা চালাচ্ছিল। কিন্তু তার এক প্রতিবেশী প্রকৃতির ডাকে সাড়া দিতে বাইরে এসে চোরদের উপস্থিতি টের পান। ওইসময় সে বাড়ির ভিতরে গিয়ে মোবাইল ফোনে  আশপাশের প্রতিবেশী  লোকজনকে গরু চোরির  বিষয়টি জানিয়ে দেয়। এক পর্যায়ে এলাকার লোকজন চোরদের ঘিরে ফেলে। এসময় একটি মিনিট্রাক সহ বেশী কয়েকজন চোর পালিয়ে গেলেও  ৪ জন চোর এলাকাবাসীর  হাতে  ধরা পড়ে।

সংবাদ  পেয়ে রামু থানার উপ-পরিদর্শক আমীর হোসেন ঘটনাস্থলে যান, আটককৃত ৪ জনসহ জব্দকৃত গাড়ি ও অন্যান্য সরঞ্জাম থানা হেফাজতে নিয়ে যান। এস আই  আমীর জানান   আটককৃতদের বিরুদ্ধে চুরির  মামলা হয়েছে,তাদেরকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।  এলাকাবাসী জানান প্রতিবছরের মতো এবারও আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে গরু চোরি করতে এসেছিলো চোরের দল,তাদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের কাছে অনুরোধ জানান।

আরও পড়ুন

×