বন বিভাগের অভিযানে বালি উত্তোলন কালে ড্রেজার মেশেন জব্দ, অবৈধ দখলদারদের উচ্ছেদ

বন বিভাগের অভিযানে বালি উত্তোলন কালে ড্রেজার মেশেন জব্দ, অবৈধ দখলদারদের উচ্ছেদ

কক্সবাজার দক্ষিন বন বিভাগের উখিয়া রেঞ্জের থ্যাইংখালী বিটে তেলখোলায় অবৈধ ভাবে বালি উত্তোলন কালে ড্রেজার মেশিন জব্দ করেছে। উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম এর নেতৃত্বে  বিট কর্মকর্তা রাকিব হোসাইন রাজু অভিযান পরিচালনা করেন। এ সময়  উখিয়া  রেঞ্জ কর্মকর্তা শফিউল আলম সহ সাথে ছিলেন থ্যাইংখালী বিট কর্মকর্তা মোঃ রাকিব হোসেন রাজু ও ষ্টাফ হেডম্যান-ভিলেজার ,গন্যমান্য ব্যক্তিসহ সাধারণ মানুষ।


অভিযান শেষে রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, পাহাড়কাটা অবৈধ বালু উত্তোলন বনবিভাগের জমি অবৈধ দখলে যারা জড়িত,  তাদের বিরুদ্ধে আমাদের অভিযার অব্যাহত থাকবে।

অভিযানে সহযোগিতা করার জন্য সর্বসাধারণকে ধন্যবান কৃতজ্ঞতা প্রকাশ করেন উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজি শফিউল আলম।


কক্সবাজার উখিয়া উপজেলার থ্যাইংখালী বিটের তেলখোলা চাকমা পাড়া সংলগ্ন এলাকা থেকে অবৈধ ভাবে বালি উত্তোলন  কাজে ব্যবহৃত
একটি ড্রেজার মেশিন ও যন্ত্রপাতিসহ জব্দ করেছে কক্সবাজার দক্ষিণ বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।

রবিবার (১১ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৩টা পর্যন্ত টানা ৫ ঘণ্টার অভিযানে উখিয়া থ্যাইংখালী বিটের বিভিন্ন জায়গায় বনবিভাগের নিয়মিত অভিযান  চলাকালে বালু খেকোদের ড্রেজার মেশিনসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।

ক্সবাজার দক্ষিণ বনবিভাগের পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বনভুমিতে পানের বরজ তৈরিতে  অবৈধ দখলকৃত সংরক্ষিত বনের দুই হেক্টর বনভূমি উদ্ধার করেছে বনবিভাগ। এ সময় ৪টি অবৈধ পানের বরজও উচ্ছেদ করা হয়েছে।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের পানেরছড়া রেঞ্জের তুলাবাগান বিট এলাকায় অভিযান চালিয়ে এসব বনভূমি জবরদখল মুক্ত করা হয়। সোমবার (১২ জুলাই) দুপুরে পরিচালিত অভিযানে এসব বনভূমি দখলমুক্ত হয়েছে বলে জানিয়েছেন দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির

আরও পড়ুন

×