উখিয়ার কোটবাজার রুমখাঁ পালং নাপিতপাড়ায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই!

উখিয়ার কোটবাজার রুমখাঁ পালং নাপিতপাড়ায় অগ্নিকান্ডে ৩টি বসতঘর পুড়ে ছাই!

কক্সবাজারের উখিয়া উপজেলার হলদিয়া পালং ইউনিয়নের এর মধ্যে তিনটি বসতঘর পুড়ে গেছে। তাৎক্ষণিক হতাহতের কোন তথ্য পাওয়া যায়নি। তবে ৩টি ঘরের সব মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। এতে ৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এমনটি জানিয়েছেন ফায়ার সার্ভিস।

সোমবার (১২ জুলাই) দুপুর ১ টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের ৮নং ওয়ার্ডের রুমখাঁ নাপিতপাড়া এলাকায় অগ্নিকান্ডের এ ঘটনা ঘটেছে।

স্থানীয় বাসিন্দা জসিম উদ্দিন জানিয়েছেন, স্থানীয়দের সহযোগিতায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও এর আগে উত্তম কুমার শর্মা, সন্দী শর্মা, অজিত শর্মার বসত ঘরের সব মালামাল পুড়ে গেছে।

উখিয়া ফায়ার স্টেশন ম্যানেজার এমদাদুল হক জানান, গ্যাসের সিলিন্ডার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হয়েছে। এ ঘটনায় দুটি ঘরের মালামাল পুড়েছে। যা ৫ লক্ষ টাকার মতো ক্ষয়ক্ষতি হবে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের টীম ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে।

আরও পড়ুন

×