রাঙ্গুনিয়ায় নিশ্চিন্তাপুরে সিএনজি চালকের ঘর আগুনে পুড়ে ছাই

রাঙ্গুনিয়ায় নিশ্চিন্তাপুরে সিএনজি চালকের ঘর আগুনে পুড়ে ছাই

রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিন নিশ্চিন্তিাপুর ৮ নং ওয়ার্ডের এক সিএনজি চালকের বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ওই সিএনজি চালক পরিবারের প্রায় সব কিছু পুড়ে ছাই হয়ে গেছে।

মঙ্গলাবার (১৩ জুলাই) বিকাল ৬টার সময় রাঙ্গুনিয়া উপজেলার ২ নং হোসানাবাদ ইউনিয়নের জঙ্গল দক্ষিন নিশ্চিন্তিাপুর মহিলা ইউপি সদস্য পারভিন মেম্বার এর বাড়ির পাশে একই ওয়ার্ড এর মোঃ হোসেন পিতা আব্দুররাজ্জাক ( প্রকাশ লেদা মিয়া) এর বাড়িতে এ ঘটনা ঘটে। 

মোঃ হোসেন জানান, বিকালে হঠাৎ করেই ঘরে আগুন লেগে যায়। কিভাবে আগুন লাগলো তা বুঝতে পারছি না। 

তিনি বলেন, রুমে থাকা প্রায় সব আসবাবপত্র, একটি গরুর গোয়াল,রান্না ঘর পুড়ে ছাই হয়ে গেছে। পরিবারের ৭ সদস্যকে নিয়ে বর্তমানে প্রায় খোলা আকাশের নীচে অবস্থান করতে হবে। 

মহিলা  ইউপি সদস্যা পারভিন মেম্বার বলেন, আগুনে পুড়ে ওই পরিবারের প্রায় সব কিছুই শেষ। ওই সিএনজি চালক করোনয় আক্রান্ত বলেও জানান তিনি।

মহিলা ইউপি সদস্য পারভিন আকতার জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হয়তো রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হতে পারে। ওই বাড়ির প্রায় সব কিছুই পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিক চার লাখ টাকার মতো বলে জানা গেছে।

আরও পড়ুন

×