প্রকাশিত: 15/07/2021
রাঙ্গুনিয়া উপজেলা কাপ্তাই রাস্তার মরিয়মনগর এলাকায় গরু পরিবহন ট্রাক ও সিএনজি'র মুখোমুখি সংঘর্ষে ৪জন আহত হওয়ার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১৫জুলাই) বিকালে মরিয়মনগর কাপ্তাই রাস্তায় এই ঘটনা ঘটেছে। সংঘর্ষে সিএনজি ও ট্রাকের ৪জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে এবং ট্রাকে থাকা বেশ কয়েকটি গরুও আহত হয়েছে। সংঘর্ষে গাড়ি দুটি রাস্তা থেকে গুমাইবিলে পড়ে গেছে।
সিএনজি তে থাকা যাত্রী প্রাথমিক প্রধান শিক্ষক দিপন দেওয়ানজি জানান ,যদি ধাক্কা না লেগে ট্রাকটি যদি আমাদের উপর চেপে দিত তাহলে বোধ বাঁচার আশাও ছিলো না ৷