রাঙ্গুনিয়ার প্রতিথযশা কীর্তনীয়া দুলাল দেবনাথ আর নেই ,পুরো এলাকায় শোকের মাতম

রাঙ্গুনিয়ার প্রতিথযশা কীর্তনীয়া দুলাল দেবনাথ আর নেই ,পুরো এলাকায় শোকের মাতম

আমার স্মৃতি কইবে কথা 

যখন আমি থাকবোনা ৷

রাঙ্গুনিয়ার প্রতিথযশা কীর্তনীয়া ,শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্প্রদায়ের কর্নধার শ্রী দুলাল চন্দ্র দেবনাথ গত ১৫ জুলাই বৃহস্পতি বার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরন করেন ৷

তিনি স্ত্রী কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান ৷বাংলাদেশ হরিনাম কীর্তনীয়া সোসাইটির আইন বিষয়ক সম্পাদক পদে আমৃত্যু নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন ৷

২০০০ সালে তার শ্রদ্ধেয়  শশুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের বার্তাবাহী শ্রী হিরালাল কাব্যতীর্থ মহোদয়ের প্রতিষ্টিত শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র সম্প্রদায় নিষ্টার সাথে পরিচালনা করে কীর্তনের দলকে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশে সুপরিচিত করে তোলেন ৷

প্রতিথযশা কীর্তনীয়ার  মৃত্যুতে তার নিজ বাড়ি রাঙ্গুনিয়া উপজেলার দঃসাবেক রাঙ্গুনিয়া নাথপাড়া গ্রামে শোকের মাতম চলছে ৷

তার মৃৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক সামাজিক ধর্মীয় সংগঠন সহ সুধীমহল গভীর শোক প্রকাশ করে আত্মার চিরশান্তি কামনা করেছেন এবং  শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন ৷

নিজ ভিটায় তার ভাইদের সহযোগীতায় ভূমিদান করে সৎসঙ্গ মন্দির স্থাপন করে সৎসঙ্গের প্রচার এবং  প্রসারে অনেক ভূমিকা রেখে গেছেন ৷

তিনি আজিবন বেঁঁচে থাকবেন তার কাজের মধ্য দিয়ে মানুষের অন্তরে ৷তার পরিচালিত কীর্তনের দলে তাকে খুঁজে  পাবে তার ভক্তকুল ৷৷

আরও পড়ুন

×