এই ঈদে ‘সামজ ভাই’ এর নতুন গান ‘খুব ভালবাসি তোরে’

প্রকাশিত: 17/07/2021

তানজিদ শুভ্র

এই ঈদে ‘সামজ ভাই’ এর নতুন গান ‘খুব ভালবাসি তোরে’

বিনোদন ডেস্ক : ঘুম ভালোবাসি, কি মায়া লাগাইলি গান দিয়ে দেশের আনাচে-কানাচে পরিচিতি পেয়েছেন তরুণ শিল্পী ‘সামজ ভাই’। এই ঈদ উপলক্ষে তার সুরে ও কণ্ঠে আসছে নতুন গান ‘খুব ভালবাসি তোরে’। ‘আমি চাই তোরে চাইরে, আমার বুকের ভিতরে’এমন কথামালা সাজিয়েছেন নূরে আলম মামুন। গানটির সঙ্গীতায়োজন করেছেন মোস্তাফা। আগামী রোববার বিলাইভ মিউজিক স্টেশন এর ইউটিউব চ্যানেলে গানটির মিউজিক ভিডিও প্রকাশের কথা রয়েছে।


নকিব সোহাগের আয়োজনে ফিরুজ সরকারের পরিচালনায় বিভিন্ন স্থানে গানটির ভিডিও ধারণ করা হয়েছে।

গানটি প্রসঙ্গে গায়ক সামজ বলেন, ‘খুব ভালবাসি তোরে’ গানটির কথা আমার খুব ভালো লেগেছে। এর আগে নূরে আলম মামুন ভাইয়ের লেখায় কোন গান না করলেও এই গানটি আমার ভক্তশ্রোতাদের ভালো লাগবে বলে আমি আশাবাদি।

আরও পড়ুন

×