রাঙ্গুনিয়ায় ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

রাঙ্গুনিয়ায় ৩নং স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়ন পরিষদে ভিজিএফের চাল বিতরণ

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাঙ্গুনিয়া উপজেলায় ভিজিএফের চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। শনিবার (১৭জুলাই) উপজেলার স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউনিয়নে দুঃস্থ ও অসহায় তিনশ পঞ্চান্ন পরিবারের মাঝে ১০ কেজি করে ভিজিএফের এই চাল বিতরণ করা হয়। সকালে ইউনিয়ন পরিষদে এই বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন স্বনির্ভর রাঙ্গুনিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ নুর উল্লাহ। এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন ট্যাগ অফিসার উপজেলা মৎস কমকর্তা স্বপন কুমার দে  ৷৩নং  ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক নির্বানীতোষ সাহা ভাস্কর সহ উপজেলা, স্থানীয় আ.লীগের নেতৃবৃন্দ এবং অত্র ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।

চেয়ারম্যান মোহাম্মদ নুর উল্লাহ বলেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি'র সহযোগিতায় ঈদুল আযহা উপলক্ষে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রনালয়ের অধীনে এই ইউনিয়নে ৩৫৫জন কার্ড ধারীর মাঝে ১০কেজি করে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান জানান, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে ভিজিএফের এই চাল ইউনিয়ন পরিষদের মাধ্যমে ইতিমধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নে বিতরণ শুরু হয়েছে। প্রত্যেকে ১০কেজি করে চাল পাচ্ছে।

আরও পড়ুন

×