সিলেটের বিশ্বনাথে মুহাম্মদীয়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটি গঠন!

সিলেটের বিশ্বনাথে মুহাম্মদীয়া যুব সংঘের প্রতিষ্ঠা বার্ষিকী পালন, নতুন কমিটি গঠন!

 সিলেটের বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়নের জয়নগর নোয়াপাড়া গ্রামের মুহাম্মদীয়া যুব সংঘের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। মুহাম্মদীয়া যুব সংঘের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী অনু্ষ্ঠান সম্পন্ন হয়। 

সাবেক সভাপতি মিছবাহ উদ্দিনের সভাপতিত্বে জামিল আহমদের পরিচালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, বিশ্বনাথ উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক, সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক কার্যকরী সদস্য, সিলেট জেলা বারের সিনিয়র আইনজীবী, যুক্তরাষ্ট্র প্রবাসী এডভোকেট আব্দুর রশিদ লাল মিয়া। অনুষ্টানে উপস্থিত ছিলেন প্রবীণ মুরব্বী আপ্তাব আলী, আমিনুর রহমান চুনু, নজির আহমদ, মুক্তার আলী, চমক আলী প্রমুখ।

এসময় মিষ্টিমুখের মাধ্যমে ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করে আগামী ২০২১-২০২৩ ইং পর্যন্ত ১৩ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন জামিল আহমদ মামুন, সহ- সভাপতি হলেন কামরান আহমদ, সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুহেল আহমদ রাসেল, সাংগঠনিক সম্পাদক জাহেদ আহমদ, অর্থ সম্পাদক মামুন আহমদ, প্রচার সম্পাদক আহসানুল করিম অয়ন, অফিস সম্পাদক তারেক আহমদ, শিক্ষা-সাহিত্য সম্পাদক সাকরান আহমদ, নির্বাহী সদস্য আমিন উদ্দিন, রেদুয়ান আহমদ ও সদস্য হলেন নাঈমুর রহমান, মাহবুব আলম ও সাইফুর রহমান শাওন।

প্রধানমন্ত্রীর খাদ্য সহায়তা পেলেন বিশ্বনাথের ইমাম পুরোহিত ও সংস্কৃতিকর্মী

মুহাম্মদ সায়েস্তা মিয়া, বিশ্বনাথ সিলেট থেকেঃ বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (কোভিড ১৯) ক্ষতিগ্রস্থদের দেশব্যাপী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি প্রণোদনা প্রদানের অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলার মসজিদের ইমাম,মুয়াজ্জিন,মন্দিরের পুরোহিত ও সংস্কৃতি কর্মীগনের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।

আজ ১৯ শে জুলাই রবিবার উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন মন্দিরের পুরোহিত সহ সংস্কৃতি কর্মীদের মধ্যে প্রানোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খাঁন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান প্রমুখ।

আরও পড়ুন

×