প্রকাশিত: 18/07/2021
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসে (কোভিড ১৯) ক্ষতিগ্রস্থদের দেশব্যাপী প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সরকারি প্রণোদনা প্রদানের অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথ উপজেলার মসজিদের ইমাম,মুয়াজ্জিন,মন্দিরের পুরোহিত ও সংস্কৃতি কর্মীগনের মধ্যে সরকারি সহায়তা প্রদান করা হয়েছে।
আজ ১৯ শে জুলাই রবিবার উপজেলা নির্বাহী কমিশনার (ভূমি) মোঃ কামরুজ্জামানের সভাপতিত্বে উপজেলার বিভিন্ন এলাকার মসজিদের ইমাম মুয়াজ্জিন মন্দিরের পুরোহিত সহ সংস্কৃতি কর্মীদের মধ্যে প্রানোদনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা নির্বাহী অফিসার (ইউ এন ও) ও পৌর প্রশাসক সুমন চন্দ্র দাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব পংকি খাঁন, সাধারণ সম্পাদক ফারুক আহমদ, বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত অফিসার ইনচার্জ (ওসি) গাজী আতাউর রহমান প্রমুখ।