প্রকাশিত: 19/07/2021
সিলেটের বিশ্বনাথ উপজেলার ০২ নং খাজাঞ্চী ইউনিয়নের ০২ নং ওয়ার্ডে মহামারী করোনায় কর্মহীন এলাকার দুঃস্থ অসহায়দের মাঝে পবিত্র ঈদ-উল আজহা উপলক্ষে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
আজ ১৯/৭/২০২১ ইং রোজ সোমবার ইউনিয়নের কড়িখলা গ্রামে বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক মাষ্টার আবুল কালামের পরিবারের পক্ষ থেকে করোনাকালীন স্বাস্থ্যবিধি মেনে এলাকার ৫০ টি পরিবারে মধ্যে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
খাদ্য সামগ্রী বিতরণ অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মাষ্টার আবুল কালাম।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক ডাক্তার আফরোজ আলী।খাদ্য সামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ আলী, আব্দুল মন্নান, মোহাম্মদ নজরুল ইসলাম, মাওঃ রুবেল আহমদ, মাওঃ ফেরদৌসুর রহমান, লাল মিয়া প্রমুখ।
মহামারী করোনার এই বিপর্যের সময়ে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে পবিত্র ঈদ-উল আজহা পালন করার আহবান জানান অনুষ্ঠানে আগত অতিথিবৃন্দ।