ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর ট্রেনের বগি কমায় যাত্রীদের ভোগান্তি !

ঢাকা-চিলাহাটি রুটে নীলসাগর ট্রেনের বগি কমায় যাত্রীদের ভোগান্তি !

নীলফামারী জেলা ডোমার উপজেলার চিলাহাটি থেকে ঢাকা রেলপথে চলাচল করা আন্তনগর নীলসাগর ট্রেনের একটি বগি কমিয়ে দেওয়া হয়েছে। এতে যাত্রীরা টিকিট না পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে।

গত একমাস ধরে এই অবস্থা চললেও কবে নাগাদ বগি সংযোজন করা হবে তা বলতে পারেনি কর্তৃপক্ষ। নীলফামারী জেলা ডোমার উপজেলার রেলওয়ে ষ্টেশন এলাকার লোকজন ও ভূক্তভোগী যাত্রীরা জানান,

রাতে নিরাপদ ও আরামদায়ক ভ্রমনের জন্য নীলফামারী জেলার ডোমার,ডিমলা,জলঢাকা ও পার্শবর্তী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলার অধিকাংশ মানুষ এই ট্রেনের উপর নির্ভরশীল।

ট্রেনের আসন ব্যবস্থার চেয়ে দ্বিহুন বেশী যাত্রী এখান থেকে যাতায়াত করে থাকে। এর মধ্যে হঠাৎ করে গত ১২ সেপ্টেম্বর আন্তনগর নীলসাগর ট্রেনের একটি বগি ড্যামেজ দেখিয়ে বাতিল করা হয়েছে।

এতে আসন-সংকট প্রকট হয়েছে। ফলে ঢাকায় ট্রেনে যাতায়াত করতে জেলার ৪ উপজেলার লোকজনদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। নীলফামারী জেলা ডোমার উপজেলার রেলওয়ে সুত্র জানায়,

ডোমার ষ্টেশন থেকে ঢাকায় যাতায়াতের জন্য আন্তনগর নীলসাগর ট্রেনের আসন বরাদ্ধ ছিল ৭৫টি। গত ১২ সেপ্টেম্বর শোভন শ্রেণীর ১০৫ আসনের ‘ঞ’ বর্ণ নামের বগিটি বাতিল করায়

ডোমার ষ্টেশনের ৪০ ও নীলফামারী ষ্টেশনের ২১টি আসনের টিকিট বিক্রি বন্ধ রয়েছে। নীলফামারী জেলা ডোমার উপজেলার ষ্টেশন মাষ্টার আব্দুল মতিন বলেন, ওই ট্রেনের একটি বগি ড্যামেজ

হওয়ার কারণে বাতিল করা হয়েছে। বগি বাতিল করায় যাত্রীদের সেবা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। তবে কবে নাগাদ বগি সংযোজন করা হবে তা বলতে পারেনি ষ্টেশন মাষ্টার।

আরও পড়ুন

×