লরিতে ৩৯জনের মরদেহ

প্রকাশিত: 24/10/2019

নিজস্ব প্রতিবেদন

লরিতে ৩৯জনের মরদেহ

লরিতে ৩৯জনের মরদেহ


যুক্তরাজ্যের এসেক্সে একটি কন্টেইনার লরি থেকে ৩৯ জনের মরদেহ উদ্ধারের ঘটনায় এর চালককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

সেইসঙ্গে মরদেহগুলি শনাক্তের কাজ শুরু করেছেন পুলিশ।খুনের সঙ্গে জড়িত সন্দেহে লরিটির চালক ২৫ বছর বয়সী মো. রবিনসনকে বুধবার আটক করে পুলিশ। রবিনসন নর্দার্ন আয়ারল্যান্ডের আর্মাগ কাউন্টির পোর্টাডাউনের বাসিন্দা। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।

লরিটি বেলজিয়ামের জিব্রুগা বন্দর থেকে বুধবার স্থানীয় সময় রাত সাড়ে ১২টার দিকে টেমস নদীর পারফ্লিট নদীবন্দরে আসে। রাত ১টা পাঁচ মিনিটের একটু পরে লরিটি পারফ্লিটের বন্দর ত্যাগ করে। 

এরপর রাত ১টা ৩০ মিনিটের দিকে অ্যাম্বুলেন্স কর্মীরা কাছাকাছি গ্রেইস শহরের ওয়াটারগ্লেইড শিল্প পার্ক এলাকায় লরির ভেতরে মরদেহগুলি পান।লরিটি থেকে ৩৮ জন প্রাপ্তবয়স্ক এবং এক কিশোরের মরদেহ উদ্ধার করা হয়।

মরদেহ শনাক্তের কাজে দীর্ঘ সময় লাগতে পারে বলে জানিয়েছেন মিলস।

আরও পড়ুন

×