জাপানে টাইফুনে নিহতদের সংখ্যা বাড়ছে

প্রকাশিত: 26/10/2019

নিজস্ব প্রতিবেদন

জাপানে টাইফুনে নিহতদের সংখ্যা বাড়ছে

জাপানে টাইফুনে নিহতদের সংখ্যা বাড়ছে

  

মুষলধারে টানা বৃষ্টিতে জাপানে পূর্বাঞ্চলে বন্যা ও ভূমিধসে নিহত মানুষের সংখ্যা বেড়ে  আটজনে পৌঁছেছে। আজ শনিবার পর্যন্ত নিখোঁজ রয়েছে চারজন।মাত্র দুই সপ্তাহ আগে শক্তিশালী এক টাইফুন এ অঞ্চলে আঘাত হেনেছিল।


পূর্ব ও উত্তর-পূর্ব জাপানের চিবা এবং ফুকুশিমা অঞ্চলে জলাবদ্ধতা ছড়িয়ে পড়েছে। ছয় সপ্তাহের মধ্যে ৩য় বারের মতো বৃষ্টিপাতের ফলে এলাকাগুলো ডুবে গেছে। নিম্নচাপের কারণে কিছু জায়গায় মাত্র আধবেলায় এক মাসের সমান বৃষ্টি হয়েছে।

ইতিমধ্যে উত্তরের করিডরের বেশির ভাগ অংশ থেকে জনসাধারণকে সরিয়ে নেওয়ার আদেশ দেওয়া হয়েছে। গত মাস থেকে দুই বার টাইফুনের আঘাতে ক্ষতিগ্রস্ত অঞ্চলটিতে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। চিবার উশিকু শহরে ১২ ঘণ্টায় ২৮৩.৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
১২ অক্টোবর জাপানের মূল দ্বীপ হোনশুর ওপর আঘাত হানা শক্তিশালী সামুদ্রিক ঝড় টাইফুন হাগিবিস ৮৮ জনের প্রাণ কেড়ে নিয়েছিল। ৭ জন এখনো নিখোঁজ। ৩০০ জনেরও বেশি আহত।

আরও পড়ুন

×