নীলফামারী জেলার  ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হলো  (পূর্ণাঙ্গ তালিকা)

নীলফামারী জেলার  ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হলো  (পূর্ণাঙ্গ তালিকা)

সারাদেশের ২ হাজার ৭৩০টি শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ অক্টোবর) গণভবন থেকে প্রধানমন্ত্রী এ ঘোষণা দেন। এসময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী দিপু মনি ও শিক্ষা উপমন্ত্রী নওফেল।
এর মধ্যে নীলফামারী জেলার  ৩৮টি শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভূক্ত হয়েছে তার তালিকা নিচে দেয়া হলো-


নীলফামারী সদরঃ কালেক্টরেট পাবলিক স্কুল এন্ড কলেজ, পুলিশ লাইন্স একাডেমী, তিলাই জয়চন্ডী জুনিয়র হাই স্কুল, পলাশবাড়ি গার্লস হাই স্কুল।


ডিমলাঃ বালাপাড়া নিউ মডেল গার্লস হাই স্কুল, উত্তর নাউতারা বিএল হাই স্কুল, নাউতারা ব্রীজেরপার হাই স্কুল, পশ্চিম ছাতনাই গার্লস্ হাইস্কুল, ডিমলা তিতপাড়া আদর্শ হাই স্কুল, দোহলপাড়া আদর্শ হাই স্কুল এন্ড কলেজ, আদর্শ গার্লস হাই স্কুল, টেপাখড়িবাড়ি হাই স্কুল, কালিগঞ্জ হাই স্কুল, তিস্তা কলেজ, ছোটখাতা ফাযিল মাদরাসা, ডিমলা নিজপাড়া ফাজিল মাদরাসা।


ডোমারঃ বড় রাউতা হাইস্কুল, বোড়াগাড়ি গার্লস হাইস্কুল, হলহলিয়া আদর্শ বিদ্যা নিকেতন, কেতকিবাড়ি হাই স্কুল, নাজমুল শাহানা কৃষি মহাবিদ্যালয়, ডোমার ইসলামিয়া সিনিয়র মাদরাসা।


কিশোরগঞ্জঃ মন্থনা হাই স্কুল, অ্যাডভোকেট আনিছুল আরেফিন চৌধুরী জুনিয়র স্কুল, কেল্লাবাড়ি বিদ্যা নিকেতন, ভেড়ভেড়ি মাজাপাড়া স্কুল এন্ড কলেজ, কিসামত বদী হাইস্কুল, পূর্ব দলীরাম হাইস্কুল, বাহাগিলিঘাট হাই স্কুল, পানিয়াল পুকুর মডেল স্কুল এন্ড কলেজ, মাগুড়া কলেজ, কিশোরগঞ্জ মহিলা কলেজ।


জলঢাকাঃ উত্তর দেশীবাঈ জুনিয়র স্কুল, নিউ মডেল গার্লস হাই স্কুল, বালাগ্রাম হাই স্কুল, বীরুবান্ধা হাট বি এল হাই স্কুল, সাইট রাজীব মডেল হাই স্কুল, আলহ্বাজ মিজানুর রহমান চৌধুরী কৃষি কলেজ।
 

আরও পড়ুন

×