প্রকাশিত: 12/11/2019
বখাটেদের মানহানীকর কথা বার্তা ও অশ্লীল গালিগালাজ সহ্য করতে না পেরে অবশেষে আত্ম-হত্যার চেষ্টা করেন ঝিনাইদহের এক নারী। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার কালীচরণপুর ইউনিয়নের উত্তর কাষ্টসাগরা গ্রামে। বর্তমান ওই নারী ঝিনাইদহ সদর হাসপাতালে চিতিৎসা নিচ্ছেন। সে ওই গ্রামের কামরুজ্জামান বাবলুর মেয়ে। পিতা অভিযোগ করেন, গত ৯ নভেম্বর বিকালে প্রতিবেশী শুকুর আলী, অদুল, বাচ্চু, মনিরুলসহ বেশ কয়েকজন বাড়ির সিমানা প্রাচীরের বিরোধ নিয়ে আমার স্ত্রী ও কণ্যাকে অশ্লীল ভাষায় গালি গালাজ করে। এসময় তারা আমার বিবাহিত কণ্যা সিমা খাতুনকে মানহানীকর কথা বার্তা বলে। এই অপমান সহ্য করতে না পেরে ওই দিন বেলা সাড়ে তিনটার সময় ঘরের আড়ার সাথে গলায় শাড়ি কাপড় পেচিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙে তাকে উদ্ধার করে মারাত্মক আহত অবস্থায় ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। বর্তমানে সে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ মঈন উদ্দিন জানান, এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত পূর্বক দোষিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।