বিশ্বনাথে হাত-পা বাঁধা অজ্ঞাত  নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

প্রকাশিত: 16/11/2019

বিশ্বনাথ প্রতিনিধি

বিশ্বনাথে হাত-পা বাঁধা অজ্ঞাত  নারীর অর্ধগলিত লাশ উদ্ধার

সিলেটের বিশ্বনাথে পুকুর থেকে হাত-পা বাধা অজ্ঞাতনামা এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ শুক্রবার সকাল সাড়ে ১১টায় উপজেলার লামাকাজি ইউনিয়নের দুর্লভপুর গ্রামের আবদুল গফুরের বাড়ির পুকুর থেকে ওই নারীর হাত-পা বাধা অবস্থায় লাশ পাওয়া যায়। বিষয়টি থানা পুলিশকে অবহিত করা হলে ঘটনাস্থলে পুলিশ ছুটে গিয়ে লাশ উদ্ধার করে।
অজ্ঞাতনামা নারীর অর্ধগলিত লাশ উদ্ধারের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার এসআই মিজানুর রহমান জানান, উপজেলার দুর্লভপুর গ্রামের আবদুল গফুরের বাড়ির নতুন পুকুরে গরুর খাবারের জন্য শুক্রবার সকালে পুকুরে পানি আনতে যান তিনি। এসময় পুকুরে অর্ধগলিত নারীর লাশ দেখতে পান বাড়ির মালিক আবদুল গফুর। পরে বিষয়টি পুলিশকে অবহিত করেন। নিহত নারীর আনুমানিক বয়স হবে ৩০-৩৫ বছর। পুলিশের প্রাথমিক তদন্তে ধারনা করা হচ্ছে ওই নারীকে হত্যা করে পুকুরে লাশ ফেলে দেয়া হয়েছে।
       

আরও পড়ুন

×