প্রকাশিত: 30/11/2019
দিনাজপুরের ফুলবাড়ীতে শিশু অধিকার সনদের ৩০ বছর পূর্তি উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১টায় বেসরকারি সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি ও শিশু ফোরাম নেটওয়ার্কের যৌথ উদ্যোগে উপজেলার আলাদীপুর ইউনিয়ন পরিষদ চত্বরে ‘আমরাই পারি’ শীর্ষক আয়োজিত আলোচনা সভায় প্রজাপতি কেন্দ্রীয় শিশু ফোরামের সহ-সভাপতি সঞ্জয় মহন্তের সভাপতিত্বে ও সভাপতি আশুরা আক্তার মিমুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মঞ্জু রায় চৌধুরী, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. আখতারুজ্জামান, মহিলা বিষয়ক কর্মকর্তা রীতা মন্ডল, ইউপি চেয়ারম্যান মো. মোজাফ্ফর হোসেন সরকার, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি প্রভাষক আজিজুল হক সরকার, সাংগঠনিক সম্পাদক প্লাবন শুভ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ফুলবাড়ী এপি প্রোগ্রাম অফিসার প্রদীপ চন্দ্র রায়, প্রোগ্রাম অফিসার যোসের্ফ মার্ডি, প্রোগ্রাম অফিসার শান্তনন সিংহ, জুনিয়র প্রোগ্রাম অফিসার রোজলিন মিতু কোড়াইয়া, সূর্যমূখী সার্বিক গ্রাম উন্নয়ন সমবায় সমিতি লিমিডেটের সভাপতি লিলুফা ইয়াসমিন, জিওতগাও গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি তরিকুল ইসলাম প্রমুখ।
পরে মনোজ্ঞ এক সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে আয়োজিত কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং প্রতিযোগিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।