বিনাশে এলে

বিনাশে এলে

বিনাশে এলে

মিজানুর রহমান মিজান

কারো ছিলাম না কোন কালে

বড় একা নিরব ফাঁকা যায় চলে।।

হলুদ হল সবুজ জমি

কেউ আসেনা অসহায় আমি

ভরা নয় ঝুড়ি দিয়ে কড়ি আসবে দলে দলে।।

পদভারে পিষ্ট নিরব নিকৃষ্ট

কষ্টের আলিঙ্গন শুধু হই পিষ্ট

বেঁচে থাকার বড় সাধ বাড়াবাড়িও হলে।।

দেখা পাইনি সুজন সখার

জানা হয়নি র’ল অদেখার

মিলাবে কি গহীন গহব্বর অতলে।।

পঁচে তো গলেনা তাহা

কীট জন্মাবে কেমনে আহা

নিতে প্রতিশোধ আক্রমণের ক্রোধ বিনাশে এলে।।

আরও পড়ুন

×