প্রকাশিত: 08/12/2019
ডিমলায় পিছিয়ে পড়া মা ও শিশুর মৃত্যুর হার প্রতিরোধে প্রকল্পের সমাপনি সভা।
নীলফামারীর ডিমলায় পিছিয়ে পড়া মা ও শিশুর মৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে অবদান রাখার পাশাপাশি সরকারী স্থাস্থ্য সেবার বিভিন্ন দিক নিয়ে প্রকল্প সমাপনি সভা হয়েছে। রবিবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলা পরিষদ হলরুমে ল্যাম্প শো প্রকল্পের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার ( ভারপ্রপ্ত) ও সহকারী কমিশনার ভূমি মোঃ নুর-ই-আলম সিদ্দিকীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,
উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়াম্যান আয়শা সিদ্দীকা, ডিমলা থানা (ওসি-তদন্ত) সোহেল রানা, সদর ইউপি চেয়ারম্যান আবুল কাশেম সরকার।
সভায় ১০টি উইনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র গুলোতে নিরাপদ প্রসব সেবা প্রদান করা হয়েছে ২ হাজার ৭শত ৪৩ জন, প্রসব পরবর্তী সেবা দিয়েছেন ৪ হাজার ৪শত ৮৫ জন,এছাড়াও গর্ভকালীন সেব পেয়েছেন ৩৮ হাজার ১শত৫৬জন মা-কে। উল্লেখ্য ২০১৬ সাল থেকে শুরু হয়ে ৩১ ডিস্বের ২০১৯ প্রকল্প শেষ করার কথা আলোচনা সভায় উঠে আসে।
দরিদ্র মায়েদের উচ্চতর স্বাস্থ্য সেবা নিশ্চিত করনে চেক প্রদান করা হয়। সভায় ১০ উইনিয়নের চেয়ারম্যান বৃন্দ, সদস্য-সদস্যা বৃন্দ, সরকারী বে-সরকারী কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত ছিলেন।