রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্বার

প্রকাশিত: 17/12/2019

রফিকুল ইসলাম

রাজধানীতে গৃহকর্মীর লাশ উদ্বার

রাজধানীর ধানমন্ডির  থানার এক বাসায় গৃহকর্মীর ঝুলন্ত লাশ উদ্বার করেছে পুলিশ । গত সোমবার রাতে বাসায় এক কক্ষের সিলিং ফ্যানের সাথে তার লাশ উদ্বার করে ।তার নাম সালমা আক্তার (১৭) গ্রামের বাড়ী লক্ষীপুর জেলায় । এই ব্যাপারে ধানমন্ডি থানার ওসি আব্দুল লতিফ বলেন যে ,ধানমন্ডির ১২নাম্বার সড়কের ২১বাসার দ্বিতীয় তালায় সালমা নয় মাস ধরে  গৃহকমীর কাজ  করে ।তিনি  আরো বলেন রান্ন্ ঘরের পাশে একটি কক্ষে সিলিং ফ্যানের সাথে ঝুলান্ত অবস্থায় তার  লাশ উদ্বার করা হয়েছে । ফ্ল্যাটের মালিক আতিয়া বেগম নামের এক নারী  দুুই ছেলে মেয়ে নিয়ে বসবাস করেন । পুলিশের  প্রথমিক ধারনা সালমা  আত্নহত্যা করেছে । তবে লাশ ময়না তদন্তের  জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসতালে মগে পাঠানো হয়েছে ।

আরও পড়ুন

×