সেনাবাহিনীর উদ্যোগে শৈলকুপায় গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা ক্যাম্প

সেনাবাহিনীর উদ্যোগে শৈলকুপায় গবাদিপশু ও হাঁস-মুরগির চিকিৎসা ক্যাম্প

যশোর সেনা নিবাসের মিলিটারী ফার্মের উদ্যোগে ঝিনাইদহে দিনব্যাপী গবাদিপ্রাণি ও হাঁস-মুরগির চিকিৎসা ও টিকাদান ক্যাম্প অনুষ্ঠিত হয়।

সোমবার সকাল থেকে শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে এ ক্যাম্প শুরু হয়। ঝিনাইদহ জেলা প্রাণি সম্পদ বিভাগের সহযোগীতায় এ চিকিৎসা সেবা দেয়া হয়।

উপজেলার ১৪টি ইউনিয়ন ও পৌরসভা থেকে বিভিন্ন রোগে আক্রান্ত শত শত গরু, ছাগল, হাঁস-মুরগী ও পশুপাখি নিয়ে আসেন কৃষক ও খামারীরা। চিকিৎসার পাশাপাশি ফ্রী ওষুধ বিতরণ করা হয়।

এ সময় সংসদ সদস্য আব্দুল হাই, উপজেলা চেয়ারম্যান শিকদার মোশাররফ হোসেন, শৈলকুপা প্রাণি সম্পদ বিভাগের ভেটেরিনারী সার্জন মোঃ মামুনসহ যশোর সেনা নিবাসের মিলিটারী ফার্মের চিকিৎসকগন উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

×