বাম্পার লিচু ফলণের স্বপ্ন বুনছে দিনাজপুর

বাম্পার লিচু ফলণের স্বপ্ন বুনছে দিনাজপুর

গাছে গাছে ঝুলছে মাঝারি আকারের সবুজ গুটি গুটি লিচু। সে গুটি লিচুতে স্বপ্ন বুনছে দিনাজপুরের ৫ হাজার ৪১৮টি লিচু বাগান মালিকরা। সম্ভাবনা রয়েছে বাম্পার লিচু ফরনের। মে মাসের শেষে গাছ থেকে লিচু সংগ্রহ করা যাবে বলে জানিয়েছেন দিনাজপুর কৃষি অধিদপ্তর।
    জেলা কৃষি অধিদপ্তরে উপ-পরিচালক তৌহিদুল ইকবাল বলেন, দিনাজপুর জেলার ১৩টি উপজেলার ৬ হাজার ৫৪৬ হেক্টর জমিতে ৫ হাজার ৪১৮টি লিচু বাগানে ঝুলছে গুটি গুটি সবুজ লিচু। কোন প্রাকৃতিক দুর্যোগ না হলে গতবারের চেয়ে এ বছর ভালো লিচু ফলন হবে। এতে চাষীরা অনেক বেশি লিচু পাবে।
তিনি আরো বলেন, প্রতিটি ইউনিয়নে দুই থেকে তিনজন কৃষি কর্মচারী রয়েছে। তারা প্রতিনিয়ত নিরলসভাবে লিচু বাগান পরিদর্শন করছেন এবং বিভিন্ন পরামর্শ দিচ্ছেন।
ঘোড়াঘাটের উসমানপুর এলাকার লিচু চাষী তৌফিক রহমান বলেন, ৫ বিঘা জমিতে ১৬৫ টি চাইনাথ্রী লিচু গাছ রোপণ করেছেন। এবছর প্রতিটি গাছে গাছে বেশ ভালো গুটি লিচু ধরেছে। ফলে লিচু ভালো ফলন হতে পারে। গতবছর ৩ লাখ টাকার লিচু বিক্রি করেেিলন তিনি। খচর বাদক ১ লাখ ২০ হাজার টাকা লাভ হয়েছিল।
ঘোড়াঘাট কৃষি কর্মকর্তা মো. এখলাস হোসেন বলেন, উপজেলায় প্রায় ৫৩ হেক্টর জমিতে ১৬০ লিচু বাগান রয়েছে।
নবাবগঞ্জ কৃষি কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান বলেন, উপজেলায় এবছর ২৭০ হেক্টর জমিতে ৩৫২ টি লিচু বাগান রয়েছে। অন্য বছরের চেয়ে এবছর লিচুর ফলন ভাল হয়েছে।
ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ এটিএম হামীম আশরাফ বলেন, গাছে গাছে ঝুলছে গুটি সবুজ লিচু। এবছর উপজেলায় ৬৮ হেক্টর জমিসহ বাসা-বাড়িতে লিচু গাছ রয়েছে। গতবছর ৩৪০ মেট্রিকটন লিচু উৎপাদন হয়েছিল। কোনপ্রকার প্রাকৃতিক দুর্যোগ দেখা না দিলে, ভালো লিচু ফলনের সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন

×