প্রকাশিত: 26/04/2020
দিনাজপুরের ফুলবাড়ী প্রতিষ্ঠিত হোমিও চিকিৎসক ও সাংবাদিক মো. সোলায়মান মন্ডলের ব্যক্তিগত উদ্যোগে ৫০ জন গ্রামীণ হোমিও চিকিৎসকদের মাঝে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হয়েছে। উপজেলা কেন্দ্রীয় কালী মন্দির চত্বরে গত শনিবার দুপুর দুই টায় সামাজিক শারীরিক দূরত্ব বজায় রেখে আয়োজিত পিপিই প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক ইত্তেফাক সংবাদদাতা প্রভাষক অমর চাঁদ গুপ্ত অপু। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী কেন্দ্রীয় কালী মন্দির পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জয় রাম প্রসাদ, দৈনিক দেশ মা পত্রিকার নির্বাহী সম্পাদক চন্দ্রনাথ গুপ্ত, ফুলবাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় প্রতিনিধি ওয়াহিদুল ইসলাম ডিফেন্স, সাংগঠনিক সম্পাদক ও দৈনিক আজকালের খবর প্রতিনিধি প্লাবন শুভ, মাইটিভি প্রতিনিধি ফিজারুল ইসলাম ভুট্টু, দৈনিক নবরাজ প্রতিনিধি মো. আল আমিন প্রমুখ। হোমিও চিকিৎসক মো. সোলায়মান মন্ডল বলেন, বর্তমান করোনাভাইরাসের প্রভাবে অনেক চিকিৎসক তাদের চিকিৎসা কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। কিন্তু গ্রামাঞ্চলে হোমিও চিকিৎসকরা শত ঝুঁকির মধ্যেও তারা চিকিৎসা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। হোমিও চিকিৎসকরা অন্যদের রোগমুক্তি দিতে চিকিৎসা কার্যক্রম চালালেও তারা কিন্তু মোটেও নিরাপদ থাকছেন না। এ কারণে বিষয়টি মানবিক হিসেবে চিহ্নিত করে ব্যক্তি উদ্যোগে ওইসব ঝুঁকি নিয়ে কাজ করা হোমিও চিকিৎসকদের কিছুটা হলেও তাঁদের জীবনকে
ঝুঁকিমুক্ত করতে প্রথম পর্যায়ে ৫০ জন হোমিও চিকিৎসককে পার্সোনাল প্রটেকশন ইকুপমেন্ট (পিপিই) প্রদান করা হলো। আগামীতে গণমাধ্যমকর্মীদের মাঝেও পিপিই সরবরাহের পরিকল্পনা রয়েছে বলেও তিনি জানান। এছাড়াও বর্তমান সময়ে যাঁরা অর্থের অভাবে বিভিন্ন রোগের চিকিৎসা করতে পারছেন না, তাদেরকে বিনামূল্যে চিকিৎসাদানসহ ওষুধ প্রদানের অঙ্গীকার করেন এই হোমিও চিকিৎসক।