প্রকাশিত: 15/12/2020
কক্সবাজারে আমন ধান ও চাল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করা হয়।
জেলা প্রশাসক মোঃ কামাল হোছেন এই কার্যক্রম উদ্বোধন করেন। ১৪ ডিসেম্বর ২০২০-২০২১সালের জন্য ধান চাল সংগ্রহের কার্যক্রম চালু করা হয়।
এবার কক্সবাজার জেলার বিভিন্ন উপজেলায় সর্ব মোট ২৬৭৭ হাজার মেট্রিক টন ধান, ১৫৬৩ মেট্রিক টন সিদ্ধ চাল ও ৯২৬ মেট্রিক টন আতপ চাল সংগ্রহ করা হবে বলে জানান কক্সবাজার জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।
ধান সংগ্রহের মূল্য প্রতি কেজি ২৬ টাকা, আতপ চাল প্রতি কেজি ৩৬ টাকা এবং সিদ্ধ চাল প্রতি কেজি ৩৭ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগ্রহ চলবে ২৮/০২/২০২১ ইং পর্যন্ত।
আগ্রহী প্রকৃত কৃষকদের ন্যায্য মূল্যে জেলার যে কোন খাদ্য গোদামে ধান বা চাল বিক্রয়ের জন্য আহ্বান জানান জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন।