কৃষি পিছিয়ে পড়েনি তবে এগিয়েছে শিল্প 

প্রকাশিত: 19/10/2019

নিজেস্ব প্রতিবেদন

কৃষি পিছিয়ে পড়েনি তবে এগিয়েছে শিল্প 

প্রবাদ বাক্যের মতো কথাটা আগে শুনা যেতো আমাদের দেশ নাকি কৃষি প্রধান দেশ । কিন্তু বাংলাদেশ এখন শুধু কৃষি প্রধান দেশ নয় । বেড়েছে কৃষি কাজ তার পাশা পাশি বেড়েছি প্রযুক্তির ব্যবহার ।

কৃষি থেকে শিল্প: 
২০০৫ সাল থেকে ২০০৬ পর্যন্ত জিডিপিতে কৃষি ক্ষেত্রের অবদান ছিলো ২১.৮ ভাগ । ২০০৮ সাল থেকে ২০০৯ সাল এবং ২০১২ থেকে ১৩ অর্থবছর – এই সময়ে জিডিপিতে কৃষি খাতের কমতে থাকে তার  ফলে ২০১২-১৩ অর্থবছরে এসে জিডিপিতে কৃষি খাতের অবদান দাড়ায় ১৮.৭ ভাগ । সর্বশেষ হিসাব অনুযায়ী, বাংলাদেশের জিডিপিতে সেবাখাতের অবদান ৫৩.৩৯ ভাগ, শিল্প খাতের ৩১.২৮ এবং কৃষি খাতের ১৫.৩৩ ভাগ৷ বাংলাদেশের অর্থনীতিতে তিনটি বৃহত্‍ খাতের মধ্যে কৃষির অবদান এখন তৃতীয়৷স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে ১৯৭২-৭৩ সালে রপ্তানি আয় ছিল মাত্র ৩৪৮.৩৩ মিলিয়ন মার্কিন ডলার৷ যার ৯০ ভাগ তখন আসে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে৷ আশির দশকে এই ধারার পরিবর্তন শুরু হয়ে, যা এখন আরো দ্রুত হচ্ছে৷ কৃষির জায়গা দখল করে নিচ্ছে শিল্প এবং সেবা খাত৷ বর্তমানে বাংলাদেশের বার্ষিক রপ্তানি আয় মিলিয়ন নয়, ৩২ বিলিয়ন মার্কিন ডলার ।

আরও পড়ুন

×