লক্ষ্মীপুরের কমলনগরে কৃষকদের মাঝে ৪ শতাংশ মুনাফায় সয়াবিন চাষে বিনিয়োগ প্রদান

লক্ষ্মীপুরের কমলনগরে কৃষকদের মাঝে ৪ শতাংশ মুনাফায় সয়াবিন চাষে বিনিয়োগ প্রদান

কমলনগর উপজেলায় ৬৪ জন প্রান্তিক কৃষকের মাঝে ৪% মুনাফায় সয়াবিন চাষীদের মাঝে ঋণ বিতরণ করেছে সোশ্যাল ইসলামী ব্যাংক।
বৃহস্পতিবার দুপুরে সোশ্যাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার উদ্যোগে ও সলিডারিডেড নেটওয়ার্ক সংস্থার সহযোগিতায় কমলনগর উপজেলা পরিষদ হলরুমে এ বিনিয়োগ প্রদান অনুষ্ঠান করা হয়। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তর‌্য রাখেন, সোশ্যাল ইসলামী ব্যাংক লক্ষ্মীপুর শাখার ম্যানেজার মোহাম্মদ হুমায়ুন কবীর। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক মো: সিরাজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক অঞ্জন চন্দ্র পাল। বক্তব্য রাখেন, কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইমতিয়াজ হোসেন, কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মেজবাহ উদ্দিন বাপ্পি, সলিডারিডেড নেটওয়ার্ক সংস্থার শাকিল আনোয়ার, সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের কর্মকর্তা সাদাত আহমদ খান, মো: মনিরুজ্জামান ও মাইজদী শাখার ম্যানেজার আব্দুস শহিদ। বক্তারা বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে সয়াবিনের পাশাপাশি অন্যান্য ডাল জাতীয় শস্য আবাদেও ৪% মুনাফায় ঋণ বিতরণ করা হবে। এদিকে সঠিক সময়ে ঋণ পরিশোধেরও তাগিদ দেন বক্তারা।

আরও পড়ুন

×