কান্নায় ভাসছে কৃষকের স্বপ্ন

কান্নায় ভাসছে কৃষকের স্বপ্ন

ঝিনাইদহের শৈলকুপায় রাতের আঁধারে ফসলের সর্বনাশ, কান্নায় ভাসছে কৃষকের স্বপ্ন। ক্ষতিগ্রস্থ পিঁয়াজ বীজের জমিতে নির্বিকার চেয়ে থাকছে সাধুহাটি গ্রামের চাষী আমিরুল ইসলাম।

রবিবার গভীর রাতে বাড়ির পার্শ্ববর্তী মাঠে লাগানো ধরন্তক্ষেত কেটে সাবার করেছে দূর্বৃত্তরা। সংশ্লিষ্ট বিষয়ে প্রশাসনিক হস্তক্ষেপ কামনা করে লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে ইউনিয়ন চেয়ারম্যান কামরুজ্জামান জিকু জানান।

জানা যায়, উপজেলার হাকিমপুর ইউনিয়নের সাধুহাটি গ্রামের আমিরুল ইসলাম পিঁয়াজবীজ উৎপাদনের লক্ষে মাঠে ৮’শতক জমিতে পিঁয়াজ রোপন করেন।

বর্তমানে সম্পূর্ণক্ষেতে ফুল ফুটতে শুরু করেছে। দূর্বৃত্তরা শত্রুতামূলক পিঁয়াজ বীজের এ ফসল কর্তন করায় এলাকার চাষীদের মাঝে বিরুপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিষয়টি অন্যান্য সাধারণ চাষীদের মাঝেও আতঙ্ক সৃষ্টি করেছে।

উপ- সহকারী কৃষি কর্মকর্তা কনোজ কুমার বিশ্বাস জানান, বর্তমান বাজারমূল্যে আমিরুল ইসলামের প্রায় লাখ টাকা ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্থ’ কৃষকের ছেলে আতিক হাসান বলেন, তার বাবা যতসামান্য চাষ করে অতিকষ্টে সংসার চালিয়ে আসছেন, গরীব পরিবারটির এমন সর্বনাশ স্বাভাবিকভাবে মেনে নিতে পারছেনা।

তারা স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক সহযোগিতা কামনা করেন।শৈলকুপা থানার ওসি বজলুর রহমান জানান, চাষী আমিরুল ইসলামের ফসলহানি দূঃখজনক লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

×