ক্ষুদে শিল্পী প্রতিযোগিতায় পুরস্কার প্রদান 

প্রকাশিত: 31/12/2019

নিজস্ব প্রতিবেদক

ক্ষুদে শিল্পী প্রতিযোগিতায় পুরস্কার প্রদান 

লন্ডন স্কুল অফ ইংলিশ এর আয়োজনে প্রতিষ্ঠানটির কেরানীগঞ্জের নিজস্ব ক্যাম্পাসে ‘ক্ষুদে শিল্পী-২০১৯’ চিত্রাঙ্কন প্রতিযোগিতার ফলাফল, পুরস্কার প্রদান এবং প্রতিযোগিতায় অংশগ্রহনকারি সকলের মধ্যে সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গত ২৮শে ডিসেম্বর শনিবার বাংলাদেশ জাতীয় যাদুঘরের প্রধান মিলনায়তনে। এক অনাড়াম্বর উৎসবের মধ্যদিয়ে সম্পন্ন হয়েছে।
পুরষ্কার প্রদান অনুষ্ঠানে কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ ও মোস্তফা মনোয়ার (চেয়ারম্যান, জনোবিভাব উন্নয়ন কেন্দ্র, প্রাক্তন চেয়ারম্যান, বাংলাদেশ শিশু একাডেমি), মো. জাহাঙ্গীর শাহ্ (চেয়ারম্যান, আগানগর ইউনিয়ন পরিষদ, কেরানীগঞ্জ, ঢাকা, আশরারুল হাসান আশু (চেয়ারম্যান, রেডিয়েন্ট মডেল একাডেমি) আমাদের মাঝে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এর আগে এই ‘ক্ষুদে শিল্পী-২০১৯’ চিত্রাঙ্কন প্রতিযোগিতা ব্যপক উৎসাহ উদ্দিপনার মধ্যদিয়ে সম্পন্ন হয়। সর্ববৃহৎ এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় রাজধানীর  বিভিন্ন স্থান থেকে ৬৫ টিরও অধিক বিদ্যালয় থেকে সাড়ে তিন শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সর্বমোট পাঁচটি বিভাগে এই প্রতিযোগিতা সম্পন্ন হয়। 
 

আরও পড়ুন

×