অবদান

অবদান

অবদান

মিজানুর রহমান মিজান

 

গাই বিজয়ের গান

বীর জনতার দান

ত্যাগের অপূর্ব নিশান

কেমনে ভুলি অবদান।

হানাদার করল শুরু যুদ্ধ

বীর বাঙ্গালী হল ক্ষুব্ধ

অস্ত্র আর কৌশলে করল স্তব্ধ

নয় মাসে হল জব্ধ

পেলাম পরিত্রাণ।

বাংলার ঘরে ঘরে দেয় আগুন

হয়ে নিষ্ঠুর নিদারুণ

সম্ভ্রম কাড়ে মায়ের হস্তে সুনিপুণ

নির্যাতনের রোল উঠে সকরুণ

বাঙ্গালী অমিত তেজে হয় আগুয়ান।

সর্বক্ষেত্রে হানে আঘাত

করতে চায় বাঙ্গালী নিপাত

শপথে বীর জনতা করে প্রতিঘাত

জব্ধ হয় ওরা হঠাৎ

উড়ে লাল সবুজের নিশান।

আরও পড়ুন

×