নীল প্রজাপতি

নীল প্রজাপতি

নীল প্রজাপতি

মিজানুর রহমান মিজান

মুক্তস্বাধীন শৈশব , নীলাকাশ , চরাচর
ডানামেলে নীল প্রজাপতি আনন্দে অন্তহীন।

বয়ে চলা নদী সদৃশ , লক্ষ্য অনন্ত সাগর
নদী  মাঝে মাঝে লজ্জাবতী হয়
শৈশবের মতো অফুরন্ত অবয়বে
যৌবন বার্ধ্যক্য অবশ্যম্ভাবী পরিণাম
বিমুক্ত নয়  উদিত ভাস্বর;
বেলা শেষে স্মৃতি বিস্মৃতি 
সকলই অনুদার , তবু কাব্যময়
নিগুঢ় সম্পর্ক এই স্মৃতিটুকু

আরও পড়ুন

×