ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত

ডিমলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে  নারী সমাবেশ অনুষ্ঠিত

“প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার” এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডিমলা উপজেলায় আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫-মার্চ) সকাল ১০ টায় উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে ডিমলা উপজেলার খগাখড়িবাড়ী ইউনিয়নের বন্দর খড়িবাড়ী ‘পল্লীরুপ’ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

পল্লীরুপ স্বেচ্ছাসেবী মহিলা সমিতির সভাপতি মোছা: আয়শা সিদ্দীকা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে খগাখড়িবাড়ী ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম লিথন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খগাখড়িবাড়ী বিএমআই কলেজের অধ্যক্ষ শরিফুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা’র প্রেরিত প্রতিনিধি বাবু সন্তোষ কুমার সরকার, ইউপি সদস্য আবু কালাম, সাংবাদিক জাহাঙ্গীর আলম রেজা প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, খগাখড়িবাড়ী বিএমআই কলেজের প্রভাষক ইমরান হাচান। নারী সমাবেশে বক্তারা বলেন, আমাদের আগামী প্রজন্মের নারী-পুরুষের অধিকার হবে সমান যা বর্তমান বিশ্বে নারীদের অবদান অনেক।

এছাড়াও বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে পুরুষের পাশাপাশি নারীদের অবদান গুরুত্বপূর্ণ উল্লেখ করে আগামী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালনে সকলকে আহবান করেন অনুষ্ঠানের সভাপতি আয়শা সিদ্দীকা।

আরও পড়ুন

×