প্রকাশিত: 08/03/2020
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে যশোরের বন্দর নগরী বেনাপোল পৌরসভার আয়োজনে স্থানীয় বলফিল্ড ময়দান হতে আজ রবিবার (৮ই মার্চ) সকাল সাড়ে ১০টায় এক বর্নাঢ্য র্যালী বের হয়ে বাজার প্রদক্ষিণ শেষে আবার বলফিল্ডে গিয়ে শেষ হয়।
বেনাপোল পৌরসভার মেয়র আশরাফুল আলম লিটন ও পৌর কাউন্সিলর গন র্যালীতে অংশ নেয়। র্যালীতে আরো অংশ নেন বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের ছাত্রীরা সহ বিভিন্ন ওয়ার্ড হতে আগত নারীরা।
‘সময় এখন নারীরঃ উন্নয়নে তারা, বদলে যাচ্ছে গ্রাম-শহরের কর্ম-জীবনধারা‘ এ প্রতিপাদ্য কে সামনে রেখে পৌর বিয়ে বাড়ি কমিউনিটি সেন্টারে র্যলী শেষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বেনাপোল পৌরসভা সূত্রে জানা গেছে, তৃতীয় নগর পরিচলন ও অবকাঠামো উন্নতিকরন (সেক্টর)প্রকল্প, স্থানীয় সরকারপ্রকৌশল অধিদপ্তরের সহোযোগীতায় বেনাপোলে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে।