করোনাভাইরাসে আক্রান্ত সারাবিশ্বের ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ

প্রকাশিত: 14/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাভাইরাসে আক্রান্ত সারাবিশ্বের ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ

গত বছরের শেষ ভাগে চীনের উহান শহরে সর্বপ্রথম করোনাভাইরাস দেখা দেয় এবং কয়েক মাসের মাথায় সেটি ছড়িয়ে পড়ে বিশ্বের ১৪৫ টি দেশে ।

তবে করোনাভাইরাস প্রতিরোধে চীনের মত সফলতার উদাহরণ সৃষ্টি করতে পেরেছে হংকং, দক্ষিণ কোরিয়া এবং সিঙ্গাপুরও।

আগাম প্রস্তুতি, দ্রুত রোগ সনাক্ত, সফল ব্যবস্থাপনা এবং দ্রুত চিকিৎসা সেবা নিশ্চিত করার পাশাপাশি অভ্যন্তরীণ আরও নানা উদ্যোগের কারণে সেটা সম্ভব হয়েছে বলে মত বিশেষজ্ঞদের।

 

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বিশ্বব্যাপী মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৩৬ জন। আক্রান্ত হয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৮১০ জন।

তাদের মধ্যে ৭২ হাজার ৫৩১ জন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। এছাড়া ৬৭ হাজার ৮৪৩ জন বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন

×