চিকিৎসকদের নিরাপত্তা না দেয়া হলে সেবা দিতে বাধ্য নয় : ডা. আব্দুন নূর তুষার

প্রকাশিত: 21/03/2020

নিজস্ব প্রতিবেদন :

চিকিৎসকদের নিরাপত্তা না দেয়া হলে সেবা দিতে বাধ্য নয় : ডা. আব্দুন নূর তুষার

চিকিৎসক ডা. আব্দুন নূর তুষার বলেন, রাষ্ট্র যদি চিকিৎসকদের তদারকি করতে পারে, তাহলে কাজের নিরাপদ পরিবেশ করাও তাদের দায়িত্ব। নিরাপত্তা কেন দিবে না ? এর জবাব দিতে হবে। ডাক্তারদেরও পরিবার আছে।চিকিৎসকদের নিরাপত্তা না দেয়া  হলে কোনো চিকিৎসক সেবা দিতে বাধ্য না।

তিনি বলেন, আমরা তো অন্যায় কিছু চাইনি। আমরা চিকিৎসা করার উপকরণ চেয়েছি। এবং এটা দিতে হবে। এর দায়িত্ব কাউকে না কাউকে নিতে হবে।

আর দায়িত্ব নিতে না পারলে তাও বলতে হবে। কারণ কারও পক্ষে ব্যক্তিগত খরচে ইকুয়েপমেন্ট কিনে চিকিৎসা করা সম্ভব না।

তিনি বলেন, চীনে এক কোটি লোকের মধ্যে এক লাখ লোক আক্রান্ত হলে, আমাদের হবে ২০ লাখ। ২০ লাখ আক্রান্ত হলে মৃত্যুর সংখ্যাও বাড়বে। ফলে যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হবো ও লোকের চলাচল বন্ধ করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত এই রোগ ছড়িয়ে পড়বে।

বাংলাদেশে এখন প্রায় ৯০ হাজার ডাক্তার রোগী দেখেন। পরীক্ষার জন্য যদি একটি করে যন্ত্র দেয়া হয়, তাহলে আগামী ৩ মাসে ৫১ লাখ পিপি দরকার। এগুলো হিসেব করতে হবে। বাংলাদেশে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের হিসেব নাই।  তাহলে তাদের কাজ কি?

আরও পড়ুন

×