করোনায় গৃহবন্দি বিশ্বের ১০০ কোটি মানুষ

প্রকাশিত: 22/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনায় গৃহবন্দি বিশ্বের ১০০ কোটি মানুষ

করোনা আতষ্কে কাঁপছে বিশ্ব। প্রাণঘাতী করোনায় ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন পৃথীবির ১৩ হাজারের বেশি মানুষ। ১০০ কোটির মত মানুষ রয়েছেন হোম কোয়ারেন্টিনে।

বিশ্বের ১৮৫টি দেশে ছড়িয়ে পড়েছে ভয়াবহ করোনাভাইরাস। করোনার ঝড়ে বিশ্বের ৩৫ টি দেশ লকডাউন করা হয়েছে । বন্ধ রয়েছে সীমান্তে চলাচল।  এখন পর্যন্ত ৩ লাখের বেশি মানুষ মরণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন। 

বিশ্ব নেতারা এই মহামারীর বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিলেও ইউরোপের দেশগুলোতে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় ভবিষ্যতে জরুরী পরিস্থিতির জন্য ১ লাখ কোটি অর্থের প্রস্তুত রাখছে যুক্তরাষ্ট্র।

ফ্রান্স, স্পেন,ইতালিতে বাড়ির বাইরে বের হলে জরিমানা ব্যবস্থা চালু করা হয়েছে। এদিকে আফ্রিকাতে করোনা আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। স্বাস্থ্য ব্যবস্থা এবং অন্যান্য যেকোন সুবিধা থেকে পিছিয়ে রয়েছে আফ্রিকা মহাদেশের দেশগুলো।

আরও পড়ুন

×