দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭

প্রকাশিত: 22/03/2020

নিজস্ব প্রতিবেদন :

দেশে করোনাভাইরাসে আক্রান্ত আরও ৩ জন, আক্রান্তের সংখ্যা বেড়ে ২৭

আজ রোববার জাতীয় রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) প্রেস ব্রিফিংয়ে আইইডিসিআরের পরিচালক ডা. সেব্রিনা ফ্লোরা জানান, দেশে করোনাভাইরাসে আরও তিনজন আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও দুজন পুরুষ। আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

তিনি জানান, করোনাভাইরাসে এ পর্যন্ত ‍দুজন মারা গেছেন।

এর আগে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন, মার্চের ১ তারিখের পর বিদেশফেরতদের তালিকার তথ্য বিমানবন্দর থেকে, স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে নেয়া হয়েছে। যারা পালিয়ে আছেন, তাদের খুঁজে বের করে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, সে তালিকা সারা দেশে পাঠিয়ে দেয়া হয়েছে। যারা বিদেশ থেকে এসেছেন, আমাদের কাছে তথ্য দেননি, আত্মগোপন করেছেন, তাদের খুঁজে বের করে কোয়ারেন্টিনে নেয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

করোনাভাইরাসের কোনো উপসর্গ দেখা দিলে বা সন্দেহ হলে যোগাযোগের জন্য হটলাইন (৩৩৩, ১৬২৬৩) চালু করেছে আইইডিসিআর। তাতে ফোন করলে বাড়িতে গিয়ে নমুনা সংগ্রহ করবেন আইইডিসিআরের কর্মীরা।
 

আরও পড়ুন

×