করোনাভাইরাসে : চিকিৎসক-নার্সদের ১১ পণ্যের চাহিদা

প্রকাশিত: 23/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাভাইরাসে : চিকিৎসক-নার্সদের ১১ পণ্যের চাহিদা

করোনাভাইরাস মোকাবিলায় চট্রগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ চিকিৎসক-নার্স ও স্বাস্থ্যকর্মীদের সুরক্ষায় ১১টি পণ্যের চাহিদা প্রেরণ করেছে স্বাস্থ্য অধিদপ্তরে। জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক বরাবরে এ চিঠি পাঠান।

হাসপাতাল সূত্রে জানা যায়, বর্তমানে জেনারেল হাসপাতালে কিছু প্রয়োজনীয় চিকিৎসা পণ্য আছে। কিন্তু পরিবর্তিত পরিস্থিতি ও বর্ধিত রোগীর কথা বিবেচনায় আরো কিছু পণ্যের চাহিদা দেওয়া হয়।

এর মধ্যে রয়েছে গগলস্ ৪  হাজার পিস, স্বাস্থ্যকর্মীদের ব্যক্তিগত নিরাপত্তা সামগ্রী ৪ হাজার পিস, বায়োহ্যাজার্ড ব্যাগ এক হাজার পিস, ফেস মাস্ক ১০ হাজার পিস, ফেস শেল্ড ডিসপোসেজল ৪ হাজার পিস, অ্যালকোহল বেসড হ্যান্ড স্যানিটাইজার ৩ হাজার পিস, জুতার কভার ৪ হাজার পিস, অ্যান্ট্রিমাইক্রোবায়োল হ্যান্ডরাব সলিউশন ৫ হাজার পিস, সার্জিক্যাল গ্লাবস (ছোট-মাঝারি) ৫ হাজার পিস, ক্লোরোহেক্সিডাইন সেন্ট্রিমাইড সলিউশন ১০০ লিটার ও কভারেড বিন ১০০ পিস।

চট্রগ্রাম জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. অসীম কুমার নাথ বলেন, ‘আমাদের কাছে বর্তমানে কিছু সামগ্রী আছে। তবে আরো কিছু প্রয়োজন। তাই এসব পণ্য চেয়ে স্বাস্থ্য অধিদপ্তরে চিঠি দেওয়া হয়েছে।

আরও পড়ুন

×