"করোনা ভাইরাস থেকে  বাঁচতে  বাংলাদেশ সরকার কতৃক গৃহীত পদক্ষেপ"    

প্রকাশিত: 24/03/2020

জামাল হোসাইন

"করোনা ভাইরাস থেকে  বাঁচতে  বাংলাদেশ সরকার কতৃক গৃহীত পদক্ষেপ"    

সবাই সাবধানে থাকবেন। সকলের সাবধানতার মাধ্যমে আপনার আমার আমাদের সকলের পরিবার কে রক্ষা করুন।  সৃষ্টিকর্তা    আমাদের সবাইকে হেফাজত করুন আমিন।

১. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি ঘোষণা।

২. ২৪ মার্চ থেকে ৬৪জেলায় মাঠ পর্যায়ে সিভিল

প্রশাসন এর পাশাপাশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেইট তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।

৩. কাচাঁবাজার; নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জরুরী সেবা খোলা থাকবে।

৪. সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলবে।

৫. ইসলামিক ফাউন্ডেশন কতৃক মসজিদের পরিবর্তে ঘরে থেকে ইবাদত এর জন্য অনুরোধ। ধর্মীয় সভা-সমাবেশ স্থগিত।

৬. গণপরিবহন সীমিত আকারে থাকবে।

৭. সকল ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক কর্মসূচি বাতিল।

৮. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ; জরুরী সেবা ব্যতীত।

৯. হত-দরিদ্রগোষ্ঠীর জন্য খাবারের ব্যবস্থা করবেন জেলা প্রশাসন।

১০. ভাসানচর হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

১১. সবাই ঘরে বসে সময় কাটাতে হবে।

১২.  প্রয়োজনীয় খাবার,  ওষুধ সঙ্গে  রাখুন।

১৩. সবাইকে মুখে মাক্স  ব্যবহার করতে হবে । 

১৪.  কোন গুজব ছড়ানো যাবে না  । 

১৫.  সবাইকে অাতংকিত না হওয়ার পরামর্শ দেওয়া হল      । 

আরও পড়ুন

×