করোনাভাইরাস : বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৭ হাজার ৩৬০জন

প্রকাশিত: 28/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাভাইরাস : বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ২৭ হাজার ৩৬০জন

প্রাণঘাতী করোনা ভাইরাসে বিশ্বজুড়ে এ পর্যন্ত মারা গেছেন ২৭ হাজার ৩৬০জন। এ ভাইরাসে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৫ লাখ ৯৭ হাজার জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৩১ হাজার মানুষ।

যুক্তরাষ্ট্রের জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেয়া তথ্য মতে, করোনা ভাইরাসে ইতালিতে মৃতের সংখ্যা বেড়ে ৯ হাজার ১৩৪ জন। আক্রান্ত আছেন ৮৬ হাজারের বেশি মানুষ। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে। আক্রান্ত হয়ে মারা গেছেন ১ হাজার ৭০০ জন।

এছাড়া স্পেনে করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ১৮৮ জন। ইতোমধ্যে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। এদিকে করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৩৯৪ জন। আর মারা গেছেন ৩ হাজার ২৯৫ ।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসে চীনের উহান শহরে করোনা ভাইরাসের উৎপত্তি হয়। এখন এ ভাইরাসটি পৃথিবীর ১৯৭ টি দেশে ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

×