সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ, মৃত্যু ৩৪ হাজার

প্রকাশিত: 30/03/2020

নিজস্ব প্রতিবেদন :

সারাবিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৭ লাখ, মৃত্যু ৩৪ হাজার

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ২২ হাজার ১১৯ জন। মৃত্যুর সংখ্যা বেড়ে ৩৪ হাজার ৯৭৬ জন। তবে সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইতালিতে এবং সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এখন পর্যন্ত পৃথিবীর ১৯৯ টি দেশে এ ভাইরাসটি ছড়িয়ে পড়েছে। 

 ইতালিতে ১০ হাজার ৭৭৯ জন মারা গেছেন।এর পর দ্বিতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে স্পেনে ৬ হাজার ৮০৩ জন। তৃতীয় সর্বোচ্চ মানুষ মারা গেছে চীনে ৩ হাজার ১৮২ জন এবং চতুর্থ সর্বোচ্চ মানুষ মারা গেছে ইরানে দুই হাজার ৬৪০ জন।

করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে ১ লাখ ৪২ হাজার জন। এর পর ইতালিতে আক্রান্ত হয়েছে ৯৭ হাজার ৬৮৯ জন।আজ সোমবার পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ৫১ হাজার ৭৬৬ জন।

উল্লেখ্য, ২০১৯ সালে সর্বপ্রথম চীনের উহান শহর করোনাভাইরাসের উৎপত্তি হয়। তারপর আস্তে আস্তে পৃথিবীর বিভিন্ন অঞ্চলে চড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

×