করোনাভাইরাস: সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

প্রকাশিত: 31/03/2020

নিজস্ব প্রতিবেদন :

করোনাভাইরাস: সারাবিশ্বে মৃতের সংখ্যা ৩৭ হাজার ছাড়িয়েছে

প্রাণঘাতী করোনাভাইরাসে সারাবিশ্বে এখন পর্যন্ত মারা গেছে ৩৭ হাজার ৬৮৬ জন। এদের মধ্যে গত ২৪ ঘন্টায় মারা গেছেন ৩ হাজার ৭১৬ জন।বিশ্বব্যাপী এ ভাইরোসের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। একই সঙ্গে বাড়ছে মৃত্যুর সংখ্যা। দীর্ঘ হচ্ছে লাশের সারি।

করোনাভাইরাসে বিশ্বজুড়ে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৮৪ হাজার ৪৪০ জন। এদের মধ্যে ১ লাখ ৬৫ হাজার ৩৮৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

এ ছাড়া বিশ্বজুড়ে বর্তমানে ৫ লাখ ৮১ হাজার ২৭২ জন আক্রান্ত রোগী চিকিৎসাধীন। তাদের মধ্যে ৫ লাখ ৫১ হাজার ৭৮০ জনের অবস্থা সাধারণ। বাকি ২৯ হাজার ৪৯২ জনের অবস্থা গুরুতর, যাদের অধিকাংশই আইসিইউতে রয়েছেন।

উল্লেখ্য, করোনা ভাইরাসের উপসর্গ যেমন জ্বর, গলাব্যথা, শুকনো কাশি, শ্বাসকষ্ট, শ্বাসকষ্টের সঙ্গে কাশি দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

আরও পড়ুন

×