মৃতদের শরীর থেকে করোনায় ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রকাশিত: 03/04/2020

নিজস্ব প্রতিবেদন :

মৃতদের শরীর থেকে করোনায় ছড়ায় না : বিশ্ব স্বাস্থ্য সংস্থা

প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির সৎকার নিয়ে তৈরি হয়েছে নানা রকম বিতর্ক। ভাইরাসটি সংক্রমণ হওয়ায় করোনায় মারা যাওয়ার ব্যক্তিদের পুড়িয়ে ফেলার পরামর্শ দিয়েছেন অনেকেই। অনেকেই আবার বলছেন, কবর দিলেও এই ভাইরাস ছড়াবে না। এ নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে মৃতদের শরীর থেকে করোনা ছড়ায়না।

সম্প্রতি বিশ্ব স্বাস্থ্য সংস্থা তাদের ওয়েবসাইটে করোনায় মৃতদের মরদেহ নিয়ে একটি শিরোনাম প্রকাশ করেছে। সেখানে বলা হয়, কোন ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলে তার শরীর থেকে ভাইরাস অন্য কারও দেহে ছড়িয়ে পড়ার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। 

করোনাভাইরাস আক্রমণে মূলত শ্বাসযন্ত্র ক্ষতিগ্রস্থ হয়। তাই মৃত ব্যক্তির থেকে এই ভাইরাস অন্য কারও শরীরে ছড়ানের সম্ভাবনা নেই। মৃতদেহের সংস্পর্শে থাকলে যক্ষ্মা, রক্তবাহিত কোনও ভাইরাসের সংক্রমণ ঘটতে পারে। কিন্তু করোনাভাইরাস রক্ত বা বায়ুবাহিত নয়।

 করোনায় আক্রান্ত হয়ে মৃত ব্যক্তির থেকে অন্যের শরীরে সংক্রমণ ছড়িয়েছে, এমন নজির এখনও পর্যন্ত বিশ্বের কোথাও পাওয়া যায়নি।

উল্লেখ্য, প্রাণঘাতী করোনা ভাইরাস চীনের উহান শহর উৎপত্তি হয়ে পৃথিবীর ২০০টির ওবেশি দেশে ছড়িয়ে পড়েছে। বিশ্বজুড়ে করোনা ভাইরাস আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়েছে। মারা গেছে ৫৩ হাজারের বেশি মানুষ।

আরও পড়ুন

×