প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

প্রকাশিত: 06/04/2020

নিজস্ব প্রতিবেদন :

প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে দুদক পরিচালকের মৃত্যু

আজ সোমবার সকালে প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) একজন পরিচালক।

দুদক সূত্রে জানা যায়, ২২ মার্চ প্রথম দফায় জ্বর আসে এই দুদক কর্মকর্তার।তখন তাপমাত্রা কম থাকায় তিনি নির্বাহী কাজ চালিয়ে যাচ্ছিলেন।

দ্বিতীয় দফায় ২৪-২৫ তারিখ তার আবারো জ্বর আসে।জ্বরের সঙ্গে হালকা কাশিও ছিল। দু’দিন পর তিনি সুস্থ হয়েছে যান। তবে জ্বর নিয়ে তিনি অফিস করেন।

তৃতীয় দফায় ৩০ তারিখ তার পুনরায় জ্বর আসে। এরার তাপমাত্রা বেশি ছিল। সেদিনই তিনি আইইডিসিআরকে জানান। পরে আইইডিসিআর তার নমুনা সংগ্রহ করে এবং তাকে করোনা পজিটিভ বলে জানানো হয়।

এরপর তাকে কুয়েত মৈত্রী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছিল।পরে আজ হাসপাতালে চিতিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

আরও পড়ুন

×