প্রাণঘাতী করোনায় সারাবিশ্বে মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

প্রকাশিত: 07/04/2020

নিজস্ব প্রতিবেদন :

প্রাণঘাতী করোনায় সারাবিশ্বে মৃতের সংখ্যা ৭৪ হাজার ছাড়াল

প্রাণঘাতী করোনাভাইরাসে গোটা বিশ্ব এখন থমকে গেছে। প্রতিদিন করোনায় দীর্ঘ হচ্ছে লাসের সারি। বিশ্বে অন্তত ১২০ টির ও বেশি দেশে চলছে লকডাউন।

থেমে নেই মৃত্যুর মিছিল, প্রতি মুহুর্তেই বাড়ছে মৃতের সংখ্যা। ওয়ার্ল্ড ওমিটারের তথ্য অনুযায়ী আজ মঙ্গলবার সকাল পর্যন্ত গোটা বিশ্বে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ১৩ লাখ ৪০ হাজার ৪০৮ জন।

মারা গেছেন ৭৪ হাজার ৪৪১ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২ লক্ষ ৭৭ হাজার ৮৭৩ জন।

ওয়ার্ল্ড ওমিটারসের দেওয়া তথ্য মতে,বিশ্বে সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে- ১৬ হাজার ৫২৩ জন। এরপরই আছে স্পেন দেশটিতে মারা গেছেন ১৩ হাজার ৩৪১ জন।তারপরেই রয়েছে যুক্তরাষ্ট্রে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছেন ১০ হাজার ৮৭১ জন।

মৃতের সংখ্যায় এরপর যথাক্রমে রয়েছে- ফ্রান্সে ৮ হাজার ৯১১ জন, যুক্তরাজ্যে ৫ হাজার ৩৭৩ জন, ইরানে ৩ হাজার ৭৩৯ জন, এবং প্রাণঘাতী করোনার উৎপত্তি স্থল চীনে ৩ হাজার ৩৩১ জন।

আরও পড়ুন

×